জেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের নিরালা মোড় পার্টি প্যালেস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবেশক মালিক সমিতি এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মো. শামীমুর রহমান খান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি মো. আবুল কালাম মোস্তফা লাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা পরিবেশক মালিক সমিতির সদস্যরা সর্ব সম্মতিক্রমে পুনরায় তিন বছর মেয়াদে মো. শামীমুর রহমান শামীমকে সভাপতি মো. রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।