লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার কাঞ্চনপুরের পশ্চিম বিঘার দীঘিরপাড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন। বিক্ষোভ মিছিলটি দীঘিরপাড় থেকে শুরু হয়ে আবার দীঘিরপাড় এলাকায় এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রামগঞ্জের কাঞ্চনপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন রবিন হাসান রব। এ ছাড়া রবিন হাসানের নেতৃত্বে আরও রয়েছে পিয়াস মাহমুদ, শাওন, শাহ আলম, আরিফ হোসেন, মেহেরাব হোসেন, সজীব ইসলাম, রাকিব হোসেন, হারুনুর রশিদ, আরমান হোসেন, রাব্বানী ও বাবু। তাদের কারণে অতিষ্ঠ এলাকাবাসী।
এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ফয়সাল আজিজ, মুনছুর আহম্মেদ, আবুল কালাম আজাদ, আবুল কাশেম, মিজানুর রহমান, লোকমান খান ও মোনালিছা আক্তার প্রমুখ।
ফয়সাল আজিজ বলেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের উৎপাতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না শিক্ষার্থীরা। এ ছাড়া কথায় কথায় মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছে তারা। এসব অপরাধের প্রতিবাদ করলে তাদের হাতে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী।
মুনছুর আহম্মেদ ও আবুল কালাম আজাদ বলেন, কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন রবিন হাসান রব। বারবার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব কিশোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এদিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, কিশোর গ্যাংকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।