সিলেট সংবাদদাতা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করেছে যুব রেড ক্রিসেন্ট সিলেট। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চৌহাট্টার মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশুকল্যাণ কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা, সেরা ইউনিট স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশসেরা স্বেচ্ছাসেবক বদরুল আজাদ শুভ এবং ইউনিট সেরা ১০ জন স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা সনদ ও মেডেল তুলে দেওয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, আজীবন সদস্য মো. নাজিম খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।