Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চট্টগ্রামে আরেক ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আরেক ভুয়া চিকিৎসক আটক

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসি দীঘির পাড় থেকে রুপন শীল (৫২) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। গত শুক্রবার রাতে ওই এলাকার রীমা মেডিকেল হল থেকে তাঁকে আটক করে র‍্যাব-৭। সেখানের চেম্বারে তিনি নিয়মিত রোগী দেখতেন। অথচ তাঁর কোনো চিকিৎসা সনদই নেই।

এ সময় রুপন শীলের কাছ থেকে নিজের নামে ছাপানো ব্যবস্থাপত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাঁর বাড়ি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, কলসি দীঘির উত্তর পাড়ে রীমা মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানে চিকিৎসার নামে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রুপন শীল।

এই অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে প্রথমে পরিচয় দেন। তবে কোনো সনদ দেখাতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার একই এলাকা থেকে জালাল হোসেন নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছিল র‍্যাব। এসএসসি পাস ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস পাস পরিচয় দিয়ে আরকে ড্রাগ হাউসের চেম্বারে বসতেন। সেখানে ৭ বছর ধরে রোগীদের চিকিৎসা করে আসছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ