Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আগাম বোরো ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

আগৈলঝাড়া প্রতিনিধি

আগাম বোরো ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা পেলে চলতি মৌসুমে আগৈলঝাড়া উপজেলায় বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় ইতিমধ্যে আগাম রোপিত বোরো ধান কাটা শুরু হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৮১৮ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদ করা হয়েছে।

তবে ৯ হাজার ৮২৭ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হেক্টর বেশি। উপজেলা কৃষি বিভাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা 
নির্ধারণ করেছে ৪৮ হাজার ১৪৮ মেট্রিক টন চাল।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫-৬ দিন থেকে আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। ফলে কৃষক পরিবারের সদস্যরা এখন মহাব্যস্ত। হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব নিয়েও আতঙ্কে কৃষকেরা।

হাবুল সরদার, রহমান আকন, আলাম সিকদার জানান, বোরো জমিতে এবার পোকার আক্রমণ তেমন ছিল না। সময়মতো সার, বীজ ও সেচকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করায় গত কয়েক বছরের মতো এবারও বোরো ধানের বাম্পার ফলন ফলেছে। 
উপজেলার অনেক বোরো চাষি জানিয়েছেন, গুটি ইউরিয়া সার প্রয়োগের মাধ্যমে আগাম সুগন্ধি লাল তীর ধানের চাষ করে তাঁরা প্রতি শতকে দেড় মণ ধান ফলন পেয়েছেন। নমুনা কর্তনের পর এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে লাল তীর ধান চাষে হেক্টর প্রতি ৭ মেট্রিক টনেরও বেশি ফলন ঘোষণা করা হয়েছে। যা গত বছরে তুলনায় অনেক বেশি।

অপর দিকে উপজেলার জোবারপাড় গ্রামের কৃষক জগদীশ বৈরাগীর বোরো খেতের ব্রি ধান-৫৯ কর্তন করে কৃষক মাঠ দিবস পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়। তিনি জানান, চলতি মৌসুমে ব্রি-৫৯ ধানের ফলন হয়েছে প্রতি হেক্টরে ৭ দশমিক ২ মেট্রিক টন।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে সর্বত্র বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কোথাও কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে চলতি বছর বোরো ধানের রেকর্ড পরিমাণ উৎপাদন হবে বলেও তিনি আশা করছেন। বোরো ধান ৮০ ভাগ পাকলেই কেটে ফেলার জন্যও কৃষকদের পরামর্শ দিয়েছেন তিনি। না হয় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ