Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লোহার বাঁধে নষ্ট ধান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

লোহার বাঁধে নষ্ট ধান

সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের পদ্মবিলের কাজী পাড়া সরকারি খালের ওপর নির্মিত সেতুর মুখে লোহার বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে।

এতে প্রায় ৭০০ বিঘা জমির ধান নষ্ট হওয়ায় দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী ধানচাষিরা।

গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুমে দেয়াড়া নতুন বাজার সানা পাড়া খান পাড়া কাজী পাড়া মাঝের বিল ও পদ্ম বিলের একমাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থা হলো এই পদ্মবিল সেতু। পদ্মবিল ও মাঝেরবিল মিলে প্রায় সাত থেকে আট শত বিঘা জমিতে ধানসহ অন্যান্য ফসলের চাষ করে এ অঞ্চলের কৃষকেরা। সাম্প্রতি সেতুর মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশনের পথ না থাকায় উঁচু জমিতে পানি উঠে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকেরা ৷

ইদ্রিস আলী নামের এক চাষি জানান, বাবুল নামে এক ঘের ব্যবসায়ী সেতুর মুখে রডের পাটাতন তৈরি করে পানি বন্ধ করে বিলের ২০০ বিঘা জমি ইজারা নিয়ে মাছ চাষ করছে। এতে পানিবন্দী হয়ে পার্শ্ববর্তী প্রায় ৭০০ বিঘার মতো জমি যেখানে ধান চাষ করা হয়েছিল তা পানিতে ডুবে গেছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে এ এলাকার চাষিরা ৷

মিজানুর রহমান নামের চাষি বলেন, ‘আমাদের জমিতে আমরা চাষ করবো কিন্তু আমরা তা করতে পারি না। ক্ষমতাধর কিছু ব্যাক্তি ক্ষমতার দাপট দেখিয়ে ব্রিজের মুখ বন্ধ করে ঘের করে মাছ চাষ করে। সেতুর মুখ খুলে দেওয়ার কথা বললে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মাছ চাষ করছে। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে সেতুর মুখ খুলে দেওয়ার জোর দাবি জানান তিনি।

ইউপি সদস্য মধু আহমেদ বলেন, ‘কাজীপাড়া এলাকার বিলের একাংশ জমি কেশবপুরের চিকন আলী প্রথমে ইজারা নিয়েছিল। পরে তাঁর কাছ থেকে বাবুল হোসেন নামের এক ব্যক্তি দ্বিতীয় ইজারা কিনে নিয়ে মাছ চাষ করছে। এখনো মনে হয় দুই বছর মেয়াদ আছে ৷ বৃষ্টির পানি বেশি হওয়ায় পদ্মবিলে কাজির সেতুর সামনে জলাবদ্ধতা রূপ নিয়েছে। বিষয়টি শুনেছি, এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷’

দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে জানান, কৃষকদের কাছ থেকে একটি লিখত অভিযোগ পেয়েছি। ব্রিজের মুখে বাঁধ দেওয়াতে পানি নিষ্কাশনের পথ না থাকায় পদ্মবিলের অধিকাংশ ফসলি জমি তলিয়ে গেছে। এমনকি আশপাশের উঁচু ধানের জমির এক ফুট উপরে পানি রয়েছে ৷ বাবুল নামের এক ব্যক্তি প্রায় দুই শত বিঘা বিলের জমি কৃষকের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করছেন ৷ এতে ব্রিজের সামনে লোহার বাঁধ দেওয়াতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এক ফুট মতো পানি নিষ্কাশন হলে এ জলাবদ্ধতা থাকবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় কৃষক ও ইজারা মালিকের সঙ্গে কথা হয়েছে। আজ শুক্রবার উভয়ের দাবি শুনে সমস্যা সমাধান করা হবে।

এ বিষয়ে দেয়াড়া ইউনিয়নের নায়েব হেলাল উদ্দিন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে দেয়াড়া পদ্মবিল পরিদর্শন করেছি। বিলের কাজির সেতুর সামনে লোহার বাঁধ দেওয়াতে সরকারি খাল দিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বিলের ১ ফুট ওপরে পানি থাকায় চাষ করা ধান অন্যান্য ফসল তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে ৷ বিলের প্রায় দুই শত বিঘা জমি কৃষকদের সঙ্গে চুক্তি করে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার চিকন আলীর কাছ থেকে দ্বিতীয় ধাপে দেয়াড়ার বাবুল হোসেন ইজারা নিয়ে মাছ চাষের জন্য ব্রিজের সামনে লোহার রড দিয়ে মজবুত বাঁধ দিয়েছে ৷ ইজারা মালিককে বাঁধটি অতি দ্রুত সরিয়ে উন্মুক্তভাবে সরকারি খালের ও বিলের পানি যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷’

এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনে সরেজমিনে পরিদর্শন করতে দেয়াড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নায়েবকে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ