ভেদরগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক ছাত্রদল নেতার বাড়িতে বিষের বোতল নিয়ে অনশন শুরু করেছেন এক তরুণী। গতকাল শনিবার সকাল থেকে তিনি এই অনশন শুরু করেন।
জানা যায়, ২০১৬ সালে ফেসবুকে ছাত্রদল নেতা ইমরানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব ও একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ১৫ মে স্থানীয় কাজি অফিসে গিয়ে তাঁরা গোপনে বিয়ে করেন। পরে আনুষ্ঠানিকভাবে স্ত্রীর স্বীকৃতি দিতে চাপ দিলে ইমরান বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করেন। ওই তরুণী বলেন, ‘স্ত্রীর মর্যাদা না পেলে বিষ খেয়ে আত্মহত্যা করব।’
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ ওই মেয়ের হাত থেকে বিষের বোতলটি জব্দ করা হয়েছে। মীমাংসার আশ্বাসে তাঁর অনশন ভাঙানো হয়েছে।’
ছাত্রদল নেতা ইমরান খান বলেন, ‘বিয়ে করেছি ঠিক আছে। সে বিষ খেয়ে মরে যাক। আমার কোনো কিছু যায় আসে না।’