কক্সবাজারের রামুতে আজ মঙ্গলবার প্রথমবারের মতো ১১ দিনব্যাপী ভিক্ষু মহাসভার সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একুশে পদকে ভূষিত সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরো, উপসংঘরাজ শীলানন্দ মহাথেরো ও জ্ঞানরত্ন মহাথেরোসহ অন্যান্য ভিক্ষু।
ফারিকুল প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজ থেকে ১১ মার্চ পর্যন্ত হবে এ অনুষ্ঠান। এর আগে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।
ফারিকুল বিবেকারাম বৌদ্ধবিহার মাঠে ভিক্ষুদের ধ্যান-সাধনার জন্য তৈরি করা হয়েছে ১০০টি কুঠির। পাশাপাশি ব্যূহচক্র বা স্বর্গপুরীর জন্যও প্রস্তুত হয়েছে ঘর ও প্রতীকী স্বর্গ।
নির্মাতাদের মধ্যে দীপ্ত বড়ুয়া জানান, পাহাড়ি ছন, বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে কুঠির। পাশাপাশি স্বর্গপুরীর প্রস্তুতি সম্পন্ন। এক মাস ধরে আমরা প্রায় ২০ জনের বেশি শিল্পী এখানে কাজ করেছি। আশা করি অনুষ্ঠান সফল ও সার্থক হবে।
প্রজ্ঞামিত্র ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শীলমিত্র থেরো বলেন, ‘আমাদের অনুষ্ঠান সফল ও সার্থক হবে আশা রাখি। দীর্ঘ ১১ দিনে বৌদ্ধিক নিয়মে ভিক্ষুরা পরিবাসব্রত পালন করবেন এখানে। দেশ-বিদেশ থেকে বিভিন্ন গুণী ভিক্ষুসংঘ আসবে।’
এসব অনুষ্ঠানের পাশাপাশি প্রয়াত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোসহ বিভিন্ন ভিক্ষুর স্মরণে স্মরণসভাও হবে। সম্প্রতির রামুতে স্মরণকালের সবচেয়ে বড় বৌদ্ধ ধর্মীয় সভা হতে যাচ্ছে এটি। ১০ মার্চ বাংলাদেশ ভিক্ষু মহাসভার ৭৪তম সাধারণ অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এ অনুষ্ঠান।