সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ৩ আসামির আপিল নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। গত রোববার বিকেলে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনার মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রায় হয়।
রায়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি কলারোয়া উপজেলার সনজু আহমেদ, মাহফুজুর রহমান ও কনক আহমেদ জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন।
তবে চূড়ান্ত শুনানি শেষে গত রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আপিল মামলা দুটি নামঞ্জুর করে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আবদুল লতিফ ও আসামি পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাড. মিজানুর রহমান পিন্টু।