Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লালমোহনে বাড়ছে শিশু রোগী

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহনে বাড়ছে শিশু রোগী

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর-সর্দি-কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তন, রাতে ঠান্ডা, দিনে গরমের কারণে শিশুরা জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

জানা গেছে, প্রতিদিন গড়ে ১০-১৫ শিশু জ্বর-সর্দি-কাশি ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৪০-৫০ জন শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রত্যেক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারেও শিশু রোগীর প্রচণ্ড ভিড় চোখে পড়ার মতো।

উপজেলার বদরপুর ইউনিয়নের বগির চর গ্রাম থেকে রহিমা বিবি তাঁর ৮ মাসের বাচ্চা মেহেদী হাসানকে জ্বর সর্দি নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন তাঁর বাচ্চার নিউমোনিয়া। তাঁর মতো আরও অনেকেই বাচ্চা নিয়ে ভর্তি হন এই হাসপাতালে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার দিপালী রানী দে বলেন, ‘হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা প্রচণ্ড বাড়ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটাই হতে পারে। এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ