Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বেড়া তুলে দিল প্রশাসন এবার কাটলেন রাস্তাটাই

ত্রিশাল প্রতিনিধি

বেড়া তুলে দিল প্রশাসন এবার কাটলেন রাস্তাটাই

নির্বাচনে পরাজিত হয়ে গত ২৮ নভেম্বর রাতে রাস্তার মাটি কেটে বেড়া দিয়েছিলেন এক ইউপি সদস্য প্রার্থী। পাঁচ শতাধিক লোকের চলাচলের রাস্তাটি নিয়ে সপ্তাহ পেরোলেও মীমাংসা না হওয়ায় নজরে আসে প্রশাসনের। গত রোববার সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে সেটি খুলেও দেওয়া হয়। ভবিষ্যতে এমন করা হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

তবে পরদিন গতকাল সোমবার সকালেই কাটা হয়েছে ওই রাস্তা। মাটি কেটে ফেলা হয়েছে পুকুরের পানিতে। ত্রিশালের কোনাবাড়ী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের গজারিয়ার চর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তার পরিবারের লোকজন এই কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি সদস্য প্রার্থী আব্দুল মান্নান ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন। তবে তাঁর প্রতিবেশী কয়েকজন বিপক্ষে অবস্থান নেন। ভোটগ্রহণের আগের রাতে ওই প্রার্থীর প্রচারের সামগ্রীও ভুক্তভোগীদের বাড়িতে পৌঁছাতে তারা বাঁধা দেন। এর জেরেই এই পাঁচ শতাধিক লোকের এই ভোগান্তি।

তাঁরা এখন জরুরি প্রয়োজনে অন্যের বাড়ির ভেতর দিয়ে বিকল্প ভাবে চলাচল করছেন। এতে ভুক্তভোগীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী বয়োজ্যেষ্ঠ আব্দুর রশিদ বলেন, রাস্তাটি বন্ধ থাকায় আমরা খুব কষ্টে আছি। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। বয়স্ক মুরব্বিরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না।

স্থানীয় বাসিন্দা মো. শামসুল হক বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে। তাই বলে শত শত লোকের চলাচলের রাস্তা কেটে ও বেড়া দিয়ে চলাচলে বাধা দেবে, এটা কেমন কথা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে ইউএনওর নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এ সময় উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে রাস্তা থেকে বেড়া অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, আমরা রাস্তার বেড়া অপসারণে পদক্ষেপ নিয়েছি। আবারও রাস্তার মাটি কেটে পুকুরে ফেলার বিষয়টিও অবগত হয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ