যশোরের বাঘারপাড়ায় কৃষি প্রণোদনার আওতায় দুই হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী।
এ সময় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী ও উপজেলা কৃষি কর্মকর্তা রুহল আমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রাণী বিশ্বাস।
২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে উপজেলায় ২ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গম, ভুট্টা, সরিষা সূর্যমুখী, মসুর ডাল, মুগ ও পেঁয়াজ বীজ দেওয়া হয়।