করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাস শুরু হয়েছে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নেন শিক্ষার্থীরা।
ঢাকা মেডিকেল কলেজে গতকাল প্রথম, দ্বিতীয় ও চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসও অনুষ্ঠিত হয়েছে। ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস (ব্যবহারিক) সকাল এবং রাতের শিফটে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।