সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তার পদ সৃষ্টি ও পদায়ন করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে চাহিদাপত্র পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন।
গত বৃহস্পতিবারে এই চাহিদাপত্র পাঠানো হয়। করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে সারা দেশে ৮ হাজার ১২৮ জন নার্স নিয়োগ দেওয়া হবে।
চাহিদাপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন উল্লেখ করেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ভৌত অবকাঠামো পরিবর্তন না করে অতিরিক্ত স্টাফ নিয়োগ না করে ৫০০ শয্যা থেকে ৯০০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। তখন থেকে হাসপাতালটি ৫০০ শয্যার লোকবল দিয়ে ৯০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কাজ করে আসছে। এই হাসপাতালটিতে নিয়মিত প্রায় ২ হাজার রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নার্সিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। তাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক নার্সিং কর্মকর্তা নিয়োগ এবং পদায়ন করার সুপারিশ করা হয় চাহিদাপত্রে।