ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছেই ভয়াবহ বোমা বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শনিবার এ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অনেকে। এ তথ্য জানিয়েছে বিমানবন্দরের কয়েকজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা। বিস্ফোরণের কারণ জানা যায়নি। সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, এখনো কোনো সংগঠন দায় স্বীকার করেনি।
এডেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের রাজধানী হিসেবে পরিচিত। বিমানবন্দরের দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিমানবন্দরের প্রবেশপথের সামনে একটি ট্রাকে এ বিস্ফোরণ হয়। ট্রাকে পেট্রোলিয়াম ছিল। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরের জানালার কাচ ভেঙে যায়।
এর আগে চলতি মাসের প্রথম দিকে এডেনে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা চালানো হয়। মারা যান ছয়জন। তবে বেঁচে যান শহরের গভর্নর।