Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগ

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া

রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ বাজার থেকে পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটির কিছু জায়গায় ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।

জানা যায়, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ঐচারমাঠ বাজারের ব্যবসায়ী, পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় স্কুলশিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রথিন হালদার বলে, ‘প্রায় দিনই স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই। সাইকেল চালিয়ে যাওয়া এ রাস্তায় খুব কঠিন। এলাকাবাসী বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। রাস্তার বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে।’

গতকাল শুক্রবার সরেজমিন দেখা গেছে, উপজেলার ঐচারমাঠ বাজার থেকে পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি অন্যতম সড়ক এটি।

পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালতী রানী মিস্ত্রি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ১৯৪০ সালে স্থাপিত হলেও বিদ্যালয়ে আসার জন্য একটি পাকা রাস্তা ছিল না। ছয় বছর আগে রত্নপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইটের সলিং করে রাস্তাটি নির্মাণ করা হলেও বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই ইট না থাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা গাইন, পিটু হালদার, শতাব্দী রায় জানান, বিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থী রয়েছে। ছোট শিশুরা বিদ্যালয়ে আসতে গিয়ে রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য অমল চন্দ্র হালদার বলেন, ‘রাস্তার বেশির ভাগ স্থানেই বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। আমি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের মাধ্যমে দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেব।’

এ রাস্তায় চলাচলকারী ঐচারমাঠ বাজার ব্যবসায়ী অসিম হালদার, রাজু বালা, অনিল হালদার জানান, এ রাস্তাটি নির্মাণের সময় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছিল। নির্মাণের কিছুদিন পরই তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের। পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও বাজারে আসা লোকজন এ ভাঙা রাস্তা দিয়ে চলাচল করেন। অতিদ্রুত এই রাস্তা সংস্কার করা প্রয়োজন।

রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, ‘শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলাচলে রাস্তাটি সংস্কার করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, ‘রাস্তাটি ইউনিয়ন পরিষদের তৈরি করা। তারপরও আমাদের কাছে আবেদন করলে সংস্কার করার জন্য সরেজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ