Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভয় ছাড়াই যেনসবাই ধর্ম পালনকরতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভয় ছাড়াই যেনসবাই ধর্ম পালনকরতে পারে

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পৃথক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকার মার্কিন দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে থাকা সব বিশ্বাসের লোকজনের পাশে আছে যুক্তরাষ্ট্র। যেসব পরিবার সম্প্রতি ধর্মীয় সহিংসতার শিকার হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানানো হয় বিবৃতিতে।

সহিংসতার কোনো ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারে, তা নিশ্চিত করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

এদিকে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি এবং মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তাদের নিরাপত্তা ও হামলায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সোমবার সংগঠনটির বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে সাম্প্রদায়িক সহিংসতা, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনায় প্রমাণিত হয় যে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। সে সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ