Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কলারোয়ায় অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

সাতক্ষীরার কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের এক সুতা ও মাদুর ব্যবসায়ীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘটা ওই অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে বলে উপজেলা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স অফিস সূত্র জানায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম আকবর আলী। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের হতে পারে। দোকানে আগুন লাগার পরই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকানের লক্ষাধিক টাকার মত মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে ৷ ক্ষতিপূরণ পেতে সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন তিনি ৷

আকবর আলীর ছেলে আলমগীর হোসেন জানায়, বেলা ১২টার দিকে বালিয়াডাঙ্গা বাজারের আকবর আলীর সুতা ও মাদুরের দোকানে আকস্মিক ধোঁয়া দেখে দিলে স্থানীয়রা ছুটে এসে দোকানের তালা খুললে আগুন লাগার বিষয়টি দৃশ্যমান হয়। এই ঘটনায় টেলিভিশন, বিভিন্ন ধরনের সুতা, মাদুর সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ৷

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে অগ্নিকাণ্ডের আলামত ও লক্ষাধিক টাকার মত ক্ষতির তথ্য সংগ্রহ করেন।

স্থানীয় সফিকুর রহমান জানায়, কিছুদিন আগে ঘটনাস্থলের সামনে ইছাহাক আলীর কনফেকশনারির দোকানে এবং গত বছর ২০১৬ সালে ওই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ