সাহিত্যিক ও নায়ক ধীরাজ ভট্টাচার্যের ১১৬ তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। তিনি ১৯০৫ সালের ৫ নভেম্বর কেশবপুরের পাঁজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পঞ্চাশের দশকের সিনেমায় অভিনয় করে তিনি লাখ মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন।
জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমরা সাজাব কেশবপুর’ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে প্রেসক্লাবের হলরুমে তাঁর কর্মময় জীবনীর ওপর আলোচনা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।
ধীরাজ ভট্টাচার্য ১৯২৪ সালে ‘সতী লক্ষ্মী’ সিনেমায় প্রথম অভিনয় করেন। পরে ‘মরণের পরে’, ‘হানাবাড়ী’, ‘ডাকিনলার চর’, ‘রাত একটা’, ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তাঁর সাহিত্য সাধনা অব্যাহত ছিল। দেশ পত্রিকায় প্রকাশিত ‘যখন পুলিশ ছিলাম’ ও ‘যখন নায়ক ছিলাম’-আত্মজীবনীমূলক গ্রন্থ দুটি পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁর লেখা অন্যান্য প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে ‘মন নিয়ে খেলা’, ‘সাজানো বাগান’ ও ‘মহুয়া মিলন’ উল্লেখযোগ্য।
ধীরাজ ভট্টাচার্য পুলিশে চাকরি জীবনে টেকনাফ থানায় থাকাকালীন মাথিন নামে এক জমিদারের মেয়ের প্রেমে পড়েন। আলোচিত সেই ঘটনার স্মৃতি ধরে রাখতে টেকনাফ থানা প্রাঙ্গণের পাতকুয়াটির নামকরণ হয় ঐতিহাসিক মাথিনের কূপ। তিনি ১৯৫৯ সালের ৪ মার্চ মারা যান।