Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অজুর সুন্নত কয়টি ও কী কী

মুফতি আবু দারদা

অজুর সুন্নত কয়টি ও কী কী

অজু ও দৈহিক পবিত্রতার অন্যতম মাধ্যম। ইসলামের প্রধান ইবাদত নামাজ শুদ্ধ হওয়ার জন্য অজু করা শর্ত। অজু কীভাবে করতে হয়, তা মহানবী (সা.) সাহাবিদের শিখিয়ে গেছেন। কোরআনে বর্ণিত ফরজগুলোর বাইরে মহানবী (সা.)-এর শেখানো নিয়মগুলোই অজুর সুন্নত। অজুর সুন্নত ১৮টি। নিচে তা সংক্ষেপে তুলে ধরা হলো—

১. অজুর শুরুতে নিয়ত করা। (বুখারি)
২. বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ)
৩. উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। (মুসলিম)
৪. মিসওয়াক করা। (আবু দাউদ)
৫. কুলি করা। (মুসলিম)
৬. নাকে পানি দেওয়া। (মুসলিম)
৭. রোজাদার না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। (তিরমিজি)
৮. প্রতিটি অঙ্গ তিনবার ধোয়া। (মুসলিম)
৯. দাড়ি খিলাল করা। (আবু দাউদ)
১০. আঙুলসমূহ খিলাল করা। (তিরমিজি)
১১. পুরো মাথা মাসেহ করা। (আবু দাউদ)
১২. উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা। (আবু দাউদ)
১৩. মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। (মুসলিম)
১৪. গর্দান মাসেহ করা। (কানজুল উম্মাল)
১৫. ধোয়ার সময় অঙ্গগুলোকে ঘষেমেজে ধোয়া। (আবু দাউদ)
১৬. একটি অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধোয়া। (বুখারি)
১৭. অঙ্গগুলো ধোয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, এরপর মাথা মাসেহ করা এবং পা ধোয়া। (সুরা মায়েদা: ৬)
১৮. বাঁ হাত দিয়ে প্রথমে ডান হাত ধোয়া এবং বাঁ হাত দিয়ে প্রথমে ডান পা ধোয়া। (নাসায়ি)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ