বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশাইল বিল ও সংলগ্ন খালে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ২০টি অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়।
পরে জালগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসের সামনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আশিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, গৌরনদী মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম প্রমুখ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু এ বিষয়ে আজকের পত্রিকাকে জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।