Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আদালতে হাজিরা দিতে এসে ডাকাতির পরিকল্পনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আদালতে হাজিরা দিতে এসে ডাকাতির পরিকল্পনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত সোমবার রাতে লুণ্ঠিত হওয়া ৫ গরু জব্দ করেছে পুলিশ। আর এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার নজরপুরের মিলন হোসেন, একই উপজেলার মিরপুর পাথর পূজার মো. নুরুজ্জামান , বংপুরের রহমত আলী, বাঙ্গাবাড়ী শ্যামপুরের মুনসুর আলী, শিবগঞ্জের চককৃর্তী ডুগলিভান্ডারের মো. কুরবান আলী ও জয়পুরহাটের রাঘবপুরের মো. মানিক ।

গ্রেপ্তার ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের আদালতে ডাকাতির মামলায় হাজিরা দিতে এসে নতুন করে ডাকাতির পরিকল্পনা করেন। তাঁরা আটজন সংগঠিত হয়ে গরু লুটের পরিকল্পনা করেন। সে অনুযায়ী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের জিনারপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে খামার থেকে সাতটি গরু ডাকাতি করেন তাঁরা। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হলে জড়িতদের গ্রেপ্তারে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

পুলিশ সুপার আরও বলেন, তাঁরা জানতে পারেন এ ঘটনায় সাতজন ডাকাত জড়িত ছিল। সেখানে একজন চালক ছিলেন, তিনিও এ ডাকাত দলের সদস্য। গত সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেখানোমতে বিভিন্ন জায়গা থেকে ডাকাতি হওয়া ৫টি গরু ও ডাকাতিকাজে ব্যবহৃত একটি যানবাহন উদ্ধার করা হয়। আরও দুজন ডাকাত এখনো পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে ও দুইটি গরু উদ্ধারেরও চেষ্টা চলছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ