ভোলার লালমোহন উপজেলার সেই বেদেদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হচ্ছে। তাদের তালিকা তৈরি করে বেদে পল্লিতে গিয়ে টিকা দেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁদের টিকা দেওয়া হবে।
গতকাল রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। তিনি বলেন, ‘আজকের পত্রিকাসহ লালমোহনের স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা জানতে পেরেছি করোনার টিকা পায়নি বেদে সম্প্রদায়ের মানুষ। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেদেদের টিকা দেওয়ার ব্যবস্থা করবেন তাঁরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে বিষয়টির গুরুত্ব দেওয়া হয়েছে।’
লালমোহন স্টেডিয়াম মাঠে গত কয়েক বছর ধরে বসবাস করছেন কয়েকটি বেদে পরিবার। তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচি চললেও টিকা পাননি বেদেরা। এতে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েন তাঁরা।
উল্লেখ্য, ১৯ নভেম্বরে আজকের পত্রিকার অনলাইনে ‘লালমোহনে করোনা টিকা থেকে বঞ্চিত বেদেরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের।