ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি খামারে আগুনে পুড়ে তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গরু আগুনে ঝলসে গেছে।
স্বপ্ন-সারথি অ্যাগ্রো খামারের মালিক রাধেশ্যাম বাড়ৈ বলেন, ‘শনিবার রাত সাড়ে ৮টার দিকে পথচারীরা খামারে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তে আগুন খামার থেকে প্রতিবেশী সোনাতন সরকারের একটি পরিত্যক্ত ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসেও খবর দেওয়া হয়। গ্রামে প্রবেশের রাস্তা সরু হওয়ায় দোহার ফায়ার সার্ভিসের কর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু খামারে থাকা তিন ছাগল পুড়ে মারা গেছে ও একটি গরু ঝলসে গেছে। টিনশেডের খামারটি আগুনে পুড়ে গেছে। এ সময় দুটি বাইসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীর ঘরটিও ভস্মীভূত হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।’
দোহার থানার ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ সাব অফিসার শহিদ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।’ প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।