আগৈলঝাড়া প্রতিনিধি
আগৈলঝাড়ায় র্যাবের বিশেষ অভিযানে তিন শ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া বটতলা এলাকা থেকে সেরাল পলাশ হাওলাদার (৩৫) ও গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের নাছির উদ্দিনকে তিন শ ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাবের উপপরিদর্শক মো. আবুল কালাম আজাদ।