Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাঘায় বিকাশ হ্যাকার গ্রেপ্তার

প্রতিনিধি, বাঘা

বাঘায় বিকাশ হ্যাকার গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় রাকিবুল ইসলাম মিলন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্য রাতে উপজেলার মহদিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে নগদ প্রায় পৌনে এক লাখ টাকা, মাদক, মোবাইল ও মোবাইলের সিমকার্ড জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাকিবুল ইসলাম মিলন একজন হ্যাকার। তিনি মোবাইল ব্যাংকিং-বিকাশের টাকা হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন হোসেন ও আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহদিপুর উত্তর আতারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ফাঁকা ঘরের ভেতরে চার-পাঁচজন যুবককে মাদক সেবন করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন মহদিপুর উত্তর আতারপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (২৬)। তিনি মোবাইল হ্যাকার। তাঁর কাছ থেকে পুলিশ নগদ ৭৯ হাজার ৪০০ টাকা, ১৫টা সিমকার্ড, তিনটা মোবাইল ফোন, পাঁচ গ্রাম হেরোইন ও দুটি ইয়াবা বড়ি উদ্ধার করেন। এর মধ্যে দুটি সিমে বিকাশের অ্যাকাউন্ট খোলা রয়েছে।

এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিকাশ থেকে টাকা বের করাটা হ্যাকিং নয়, এটা এক ধরনের ডাকাতি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ