মির্জাপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের নবগঠিত কমিটির সদস্যরা উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কমিটির সভাপতি অধ্যাপক শক্তিপদ ঘোষের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান কার্যনির্বাহী সদস্য ডা. শামসুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান, রনজিৎ কুমার দাস, নুরুল ইসলাম প্রফুল্ল সরকার, বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী যুগ্ম সম্পাদক অনিল সরকার, মনির তালুকদার, অর্থ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সামজ সেবা সম্পাদক কৃষ্ণপদ পাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে কমিটির সভাপতি অধ্যাপক শক্তিপদ ঘোষ উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার উন্নয়নে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। উপজেলা চেয়ারম্যান প্রতিটি সুপারিশ গ্রহণ করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দেন।
চলতি বছর এপ্রিল মাসে মির্জাপুর উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।