জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৯৫টি নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন। এ সময়ে কেউ মারা যাননি। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মারা গেছেন ৫৯ জন।
গতকাল বুধবার জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ ৯৫টি নমুনার ফলাফল এসেছে। এতে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা থেকে কেউ সুস্থ হননি। আক্রান্তের হার চার দশমিক ২১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার হাজার ৬৬৮ জনে। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৮৩ জন।