গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে পানি মিশ্রিত ভেজাল পেট্রল বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে গাংনীর পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের হোসেন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এই আদালত পরিচালনা করেন।
নাজমুল আলম বলেন, মঙ্গলবার সকালে কয়েকজন মোটরসাইকেল মালিক হোসেন ফিলিং স্টেশন থেকে পেট্রল ক্রয় করেন। এ সময় পেট্রল এর মধ্যে পানি ধরা পড়ে।