আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সদস্য পদ হারিয়েছে বাংলাদেশ। খেলা হয়নি টানা তিন প্যারালিম্পিকেও। সদস্য পদ না থাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার স্বাদ ভুলে যাওয়া বাংলাদেশের প্যারা অ্যাথলেটরা অবশেষে অংশ নিয়েছেন এশিয়ান যুব প্যারা গেমসে।
বাহরাইনের মানামা শহরে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এশিয়ার ‘বিশেষভাবে সক্ষম’ যুব অ্যাথলেটদের আসর ‘এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২১’। বাংলাদেশের দুই অ্যাথলেট ইয়ামিন হোসাইন ও শর্মী মজুমদার খেলবেন প্যারা ব্যাডমিন্টন ইভেন্টে। জাতীয় দলের ব্যাডমিন্টন কোচ এনায়েত উল্লা খানের নেতৃত্বে এরই মধ্যে বাহরাইনে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ কোর্টে গড়াবে প্যারা ব্যাডমিন্টন ইভেন্ট।