নওগাঁর বদলগাছী উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির হলুদবিহার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ম্যধ্যমে ১০০ বিঘা চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এম মুনজুরে মাওলা। সেখানে আরও উপস্থিত ছিলেন এমদাদুল হক দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, ইদ্রিস আলী, জায়াউর রহমানসহ স্থানীয় কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্র দিনে এক ঘণ্টায় ৩০জন কৃষকের সারা দিনের কাজ শেষ করা যাবে। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে।