সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত করা হয়েছে। গতকাল সোমবার ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমরা সচেতন নাগরিক, সিলেট’-এর আয়োজনে মানববন্ধন করা হয়। বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন ও গণজমায়েত করা হয়।
জাকির আহমদের সভাপতিত্বে ও সায়েম আহমদের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য বিপ্রদাস বিশু বিক্রম।
বক্তব্য দেন সুকান্ত শেখর দেব, নুরুল ইসলাম, মো. আলী, সাদিকুর আমিন শিপু, নাদিম হোসাইন প্রমুখ। সংগঠনের সভাপতি জাকির আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
এ সময় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের বর্তমান সময়ের দাবি সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ। কিন্তু এ ব্যাপারে নেই কোনো কার্যকর পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। করোনা পরিস্থিতির পর সিএনজি অটোরিকশা চালকেরা যাত্রী হয়রানি করেই যাচ্ছেন। শুধু ভাড়া নিয়ে হয়রানি নয়। ছিনতাই, নম্বর প্লেটবিহীন সিএনজি অটোরিকশাও বাড়ছে দিনদিন।