Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাবেক এমপির ভাইসহ আসামি ৩০, গ্রেপ্তার ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

সাবেক এমপির ভাইসহ  আসামি ৩০, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় যুব জোটের (জাসদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে হত্যার ঘটনায় দৌলতপুর থানায় মামলা করেছে পরিবার।

মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, যুবলীগ নেতাসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ আটক তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের বাবা এনামুল হক গত বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন মজিবুল, সোহানুর রহমান ও মেহেদি।

এজাহারভুক্ত আসামিরা হলেন সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরীর ছোট ভাই ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, তাঁর ভাই উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকন চৌধুরী, ভাতিজা তুষন চৌধুরী, আসাদুজ্জামান লোটন চৌধুরী ও ভাইয়ের জামাতা স্বপন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘সালাম হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মাহবুব খানকে কুপিয়ে জখম করা হয়। রাত ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মাহবুবের মৃত্যু হয়। নিহত মাহবুব আমদহ গ্রামের এনামুল হকের ছেলে। তিনি মৌসুমি বিভিন্ন ব্যবসা করতেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা লাশ নিয়ে মিছিল করে জাসদ। এদিন বিকেলে নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় কথিত তাছের পীরের দরবারে রাশেদ নামের এক ভক্ত খুন হন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মাহবুব। এ নিয়ে

মাহবুব খানের সঙ্গে তাঁর এলাকার কয়েকজনের বিরোধ ছিল। জামিনে তিনি এলাকায় ছিলেন। এরপর গত বছর ওই পীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এসব নিয়ে এলাকায় মাহবুবের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী বলেন, ‘তাঁদের (মাহবুব) নিজেদের বিরোধে হত্যাকাণ্ড হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ