চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের রাইহোগ্রামের পশ্চিম পাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গৃহবধূর নাম রুমা খাতুন (২২)। তিনি রাইহোগ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা মোমিন ইসলামের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময়ে রুমা খাতুন পরিবারের অগোচরে বাড়ির বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে তাঁর শ্বশুর আমিনুল ইসলাম ঘরের বাইরে বের হয়ে দেখেন, তাঁর ছেলের ঘরের সামনের বারান্দার বউয়ের লাশ ঝুলছে। সকালে পরিবার ও স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রুমা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।