বাংলাদেশ শিল্পকলার একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকী গতকাল বুধবার ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। গতকাল দুপুর ২টার দিকে বধ্যভূমি চত্বরে এ সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলার একাডেমির উপপরিচালক আলী আহম্মেদ মুকুল, এ এম মোস্তাক আহম্মেদ, কালচারাল অফিসার আবু সালেহ, মোহাম্মদ আব্দুল্লাহ, সুজিত কুমার সাহা, এম এ মজিদ, অধ্যাপক হাশেম আলী ফকির, কবি ইব্রাহিম রেজা, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, প্রভাষক আব্দুল গফফার, চুকনগর প্রেসক্লাবের সহসভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, এনামুল ইসলাম প্রমুখ।