খাগড়াছড়ির মানিকছড়িতে শ্বেতপাথরের বৌদ্ধমূর্তি মানিকছড়ি ভিক্ষু সংঘের কাছে হস্তান্তর ও অভিযুক্ত নূর আলমকে গ্রেপ্তার করে শাস্তির দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বৌদ্ধভিক্ষুরা। গতকাল রোববার সকালে খাগড়াছড়ি সদরের কোর্ট বিল্ডিং এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বৌদ্ধভিক্ষুরা কখনো রাস্তাঘাটে নামেন না। রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু যখন বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষুদের নির্মমভাবে হত্যা করা হয়, পূজনীয় বৌদ্ধমূর্তিকে বস্তাবন্দী করে রাখায় হয়, তখন ভিক্ষুদের রাস্তাঘাটে নেমে আন্দোলন করতে হয়। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে ৫টি দাবি না মানলে, মানিকছড়ি থানা ঘেরাও করা হবে বলে মানববন্ধনে ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা, বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ভিক্ষু পরিষদ ভদন্ত নন্দপাল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাইহলাপ্রু মারমা, বিজয় নন্দ ভিক্ষু, জৌতিসারা ভিক্ষু প্রমুখ। এ ছাড়া মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মানিকছড়ি ভিক্ষু সংঘ, হিল ইয়ঙ মঙ্ক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, সাস্সা রাক্ষিতা ভিক্ষু সংঘ, বাংলাদেশ ডি ওয়ার্ল্ড পিস বুদ্ধ শাসন সংঘসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ পুলিশকে উপজেলার ডাইনছড়ি লাল টিলা এলাকায় মো. নূর আলম নামের এক ব্যক্তির ঘরে শ্বেতপাথরের বৌদ্ধমূর্তির সন্ধান দেন বৌদ্ধ সম্প্রদায়সহ স্থানীয়রা। পরে তাঁর ঘরের বাইরে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে পুলিশ। মূর্তির সঙ্গে সরাসরি কারও সম্পৃক্ততা না পেয়ে উদ্ধার করে আদালতে পাঠায় পুলিশ।