Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে শিক্ষার্থীদের চলাচল

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে শিক্ষার্থীদের চলাচল

পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের ওপরের সেতুটি বেহাল হয়ে পড়েছে। প্রয়োজনের তাগিদে স্থানীয় বাসিন্দা ও ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করেছেন এ সেতু দিয়ে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দুর্ঘটনার পূর্বেই সেতুটির পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নগরঘাটার সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, ইউনিয়নের আসাননগর গ্রামটি হিন্দু অধ্যুষিত একটি গ্রাম। এই গ্রামটির কোল ঘেঁষে বয়ে গেছে পানি নিষ্কাশনের একমাত্র খালটি। তিন যুগেরও বেশি সময় আগে খালের ওপর নির্মিত হয় সেতুটি। কিন্তু এর বর্তমান অবস্থা খুবই নাজুক।

জাহাঙ্গীর আরও বলেন, ১৯৮৯ সালে আসাননগর রেজিস্ট্রেশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হল এই সেতুটি। সেতুটির ওপর দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পার হতে হয় ছাত্র-ছাত্রীদের।

সেতুর দুই ধারের রেলিং নেই বললেই চলে। প্লাস্টার খসে গিয়ে সেতুতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেতুর তলার অংশ খসে পড়ছে। মোটরসাইকেল উঠলেই ঝাঁকুনি দেয়। জং ধরা রড বের হওয়ায় আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

শিক্ষার্থীরা জানায়, তারা খেলাধুলা করার সময় অনেক সময় অসাবধানতাবশত ব্রিজটির আশপাশে যায়। এ সময় জং ধরা লোহার রডে লেগে ব্যথাও পেয়ে থাকে তারা।

এ ব্যাপারে আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘এই সেতুটি সম্পর্কে আমি মৌখিক ও লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ