যশোরে কালবৈশাখীর তাণ্ডবে কয়েকটা গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ভাগলপুর, মিরা লাউখালী, রসুলপুর, নাটুয়াপাড়া, বারীনগর বাজার, জোড়াদাহ হৈবতপুর, মথুরাপুরসহ ১২-১৩টি গ্রাম এবং চৌগাছার সৈয়দপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় কাঁচাবাড়ি ঘর, আধা পাকা ঘর, টিনের চাল, বড় বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এ ছাড়া মাঠের সবজি ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঝড় শুরু হয়। এ ঝড় প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।
ভাগলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী বলেন, ‘আমাদের গ্রাম সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। গাছপালাসহ বাড়ি ঘর ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। শাক-সবজি ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।’
হৈবতপুর ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক জানান, ইউনিয়নের ১২-১৩টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ে। তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন অসহায় কৃষক ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাশ বলেন, ‘শনিবারের হঠাৎ ঝড়ে উপজেলার বেশ কিছু জায়গায় ক্ষতি হয়েছে। আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে আছি।’