গাইবান্ধার সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংস্থার আয়োজনে উপজেলার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ মামুন।
উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা কমিটির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, উপজেলা ভূমিহীন সমিতির সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান নান্নু, ভূমিহীন সমিতির নারী নেত্রী আছমা বেগম, সরমী আক্তার প্রমুখ।
পরে দেলোয়ার হোসেন সভাপতি এবং মোকছেদুর রহমান নান্নুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়।