Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বালাগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার পর উত্তেজনা

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার পর উত্তেজনা

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম হায়দরপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তেজনা বিরাজ করছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়ভাবে আপস নিষ্পত্তির চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম হায়দরপুর গ্রামের আশিকুর রহমান আশিক সদস্য পদে বিজয়ী হন। পরদিন শুক্রবার রাতে আশিকের সমর্থক রাসেল প্রতিবেশী পরাজিত প্রার্থী সাইফুল ইসলামের সমর্থক সামছুলকে কটাক্ষ করেন। সামছুল প্রতিবাদ করলে রাসেলসহ কয়েকজন তাঁর বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় সামছুলের পক্ষের চারজন আহত হন। আহতরা পাল্টা ইট ছুড়লে রাসেলের পক্ষের দুজন আহত হন।

সামছুল ইসলাম বলেন, রাসেলের পক্ষের লোকজন মারমুখী অবস্থানে রয়েছেন। তাঁরা ফের হামলা করার সুযোগ খুঁজছেন। তবে, রাসেল আহমদ অভিযোগ অস্বীকার করে এ ঘটনার জন্য সামছুলকে দায়ী করেছেন।

বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনা স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ