মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুর রাজ্জাক। গত শনিবার দুপুরে তিনি যোগদান করেন। ওসি বজলুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে তাঁর স্থানে আব্দুর রাজ্জাককে দায়িত্ব দিয়েছে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ সমাজের জন্য ক্ষতির কারণ এমন কোনো কিছুরই প্রশ্রয় দেওয়া হবে না। আইনের সঠিক প্রয়োগ ছাড়া এলাকার মানুষকে ভালো রাখা সম্ভব নয়। আইনের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশে যোগ দেন আব্দুর রাজ্জাক। কর্মজীবনে ডিএমপি, নরসিংদী, নারায়ণগঞ্জ, পাবনা ও সর্বশেষ যশোরের ঝিকরগাছা থানায় কর্মরত ছিলেন।