মির্জাপুরে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির (সিভিডিপি) মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে দেওহাটা এজে উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সভায় ৩য় পর্যায়ের সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।
এ সময় জাতি গঠন ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকদ্রব্য ও সামাজিক কার্যক্রম বিষয়ে আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আরা বেগম। এ ছাড়া বক্তব্য দেন দেওহাটা এজে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম।
উপজেলা সহকারী প্রকল্প পরিচালক ও উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালা করা হয়। এতে সভাপতিত্ব ও প্রশিক্ষণ পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সমবায় কর্মকর্তা আমিনা পারভীন। প্রতি মাসের কর্মশালায় উপজেলার ৭৫ জন অংশ নেন।