Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

উচ্চশিক্ষায় রোমানিয়ায় আইইএলটিএস সনদের বাধ্যবাধকতা নেই

সহায়িকা ডেস্ক

উচ্চশিক্ষায় রোমানিয়ায় আইইএলটিএস সনদের বাধ্যবাধকতা নেই

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়া। দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে এরই মধ্যে অনেকের নজর কেড়েছে দেশটি। তবে রোমানিয়ার এ বিশাল উন্নয়নের মূলে রয়েছে দেশটির শিক্ষাব্যবস্থা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বহুমাত্রিক সংস্কৃতির সংমিশ্রণের পাশাপাশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছে দেশটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের দৃষ্টি কাড়তে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো প্রদান করে থাকে বিভিন্ন স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার ট্রানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান
ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি রোমানিয়ার ব্রাসভের একটি উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান। ব্রাসভের উচ্চশিক্ষার ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে, যখন সিলভিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৯ সালে মেকানিকস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৩ সালে সিলভিকালচার ইনস্টিটিউট ফরেস্ট্রি ইনস্টিটিউটে পরিণত হয়।

বয়সের কোনো বাধা নেই
এই ইউনিভার্সিটির স্কলারশিপে আবেদনে বয়সের কোনো বাধা নেই। বেশ কিছু প্রোগ্রামের পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায় পরিচালিত হয়, তবে এ জন্য ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের বাধ্যবাধকতা নেই। এই স্কলারশিপ দেওয়ার লক্ষ্য হলো, ট্রানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি ট্রানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ‘দূতদের’ একটি দল গঠন করা এবং এর ফলে আমাদের প্রতিষ্ঠানের আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধি করা।

যেসব বিষয়ে পড়াশোনা করা যাবে

  • আমেরিকান স্টাডিজ
  • অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং
  • ব্যবসায় প্রশাসন
  • ডিজিটাল মিডিয়া
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি
  • ৪ বছর মেয়াদি স্নাতক, স্নাতকোত্তরের ২ বছর এবং ৩ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রাম।

সুযোগ সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৮০০ রোমানিয়ান লিউ প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা।
  • ডরমিটরিতে বিনা মূল্যে থাকার ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা

  • স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
  • স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
  • পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • আবেদনকারীর সিভি।
  • একাডেমিক পেপারস।
  • তিনটি রেফারেন্স লেটার।
  • মোটিভেশন লেটার।
  • রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
  • অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতি
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের প্রক্রিয়া জানতে হবে।

আবেদনের শেষ তারিখ
এপ্রিল ২৮, ২০২২।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ