Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বুবলীর নতুন বাজি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বুবলীর নতুন বাজি

২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। একে একে ১১টি সিনেমায় অভিনয় করেন তাঁরা। বেশির ভাগ সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। এই জুটির ১২তম সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’র কাজ চলছে।

সম্প্রতি শাকিবের সঙ্গ ছেড়ে বুবলী অভিনয় করছেন ইমন, সিয়াম, নিরব, রোশান ও আদর আজাদের মতো নায়কদের বিপরীতে। বুবলীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তালাশ’। নায়ক ছিলেন আদর আজাদ। ব্যবসায়িকভাবে সিনেমাটি লাভের মুখ দেখেনি। এর বাইরে ‘টান’ ও ‘৭ নাম্বার ফ্লোর’ শিরোনামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন বুবলী। এখানে তিনি বেশ সফল। কুড়িয়েছেন প্রশংসা। বুবলীর অভিনয় প্রতিভার প্রশংসা এর আগে এতটা মেলেনি।

বুবলীর নতুন বাজি ‘চাদর’ সিনেমা নিয়ে। সিনেমায় তাঁর বিপরীতে আছেন নায়ক সাইমন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমা। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে। বুবলী বলেন, ‘গত বৃহস্পতিবার এফডিসিতে চুক্তিবদ্ধ হয়েছি। গতকাল শুক্রবার থেকে এফডিসিতে শিল্পী, কলাকুশলীদের নিয়ে রাজু স্যার রিহার্সাল শুরু করেছেন।’

১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমার পর ‘সূর্য সংগ্রাম’সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে জাতীয় এই প্রতিষ্ঠান। কিন্তু পরে নানা কারণে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়।

এফডিসিকে আবার প্রযোজনায় ফিরিয়ে আনতে ২০২১-২২ অর্থবছরে দুটি সিনেমা নির্মাণের জন্য অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যার একটি চাদর। এই সিনেমার জন্য ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে মন্ত্রণালয়।

সিনেমায় বুবলী অভিনয় করবেন জরি চরিত্রে। তিনি বলেন, ‘এটি আমার জন্য বড় পাওয়া। একটা ইতিহাসের অংশ হতে পারলাম। নিজের কাছে শান্তি লাগছে। জরি চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ আছে। নিজেকে প্রমাণ করার সুযোগ আছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ