রাঙামাটির জুরাছড়িতে রুবেল চাকমা নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বনযোগীছড়া ইউনিয়নের লেবার পাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। তাঁর ৩ বছরের একটি সন্তান রয়েছে।
পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে প্রায় সময়ই কলহ হতো রুবেলের। এর জেরে একপর্যায়ে তাঁর স্ত্রী রাঙামাটি জজ কোর্ট থেকে তালাক নোটিশ পাঠায় রুবেল চাকমাকে। এই নোটিশ পেয়ে হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে গতকাল মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।