Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নেটফ্লিক্সে বাঁধনের এক ঝলক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নেটফ্লিক্সে বাঁধনের এক ঝলক

ফোরগ্রাউন্ডে জ্বলছে আগুন। তার আভা ক্রমে ফিকে হতেই স্পষ্ট হলো একটি মুখ—আজমেরী হক বাঁধন। হাতে একগুচ্ছ ফুল নিয়ে এগিয়ে আসছেন। চোখমুখে তাঁর আত্মবিশ্বাসের ঝলকানি। নেটফ্লিক্সের নতুন থ্রিলার সিনেমা ‘খুফিয়া’র টিজারে এভাবেই বাঁধনের দেখা মিলল। গতকাল টিজারটি প্রকাশ করেছে নেটফ্লিক্স। ৪৮ সেকেন্ডের এ টিজারে বাঁধনের অনবদ্য উপস্থিতির প্রশংসা এখন সবার মুখে মুখে।

 আজমেরী হক বাঁধন‘খুফিয়া’ নেটফ্লিক্সে বাঁধনের প্রথম কাজ। বলিউডের প্রশংসিত নির্মাতা বিশাল ভরদ্বাজ বানিয়েছেন সিনেমাটি। সে হিসেবে বলিউডেও বাঁধনের প্রথম অভিনয় এটি। আছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ বলিউডের অনেক প্রশংসিত অভিনয়শিল্পী। জানা গেছে, অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এতে একজন বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে তাঁকে।

 আজমেরী হক বাঁধনগত বছর সিনেমাটির শুটিং করতে মুম্বাই গিয়েছিলেন বাঁধন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঁধনের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎও হয়েছিল। প্রযোজক জেরেমি চুয়ার মাধ্যমে তিনি জানান বিশাল ভরদ্বাজের একটি সিনেমার জন্য বাঁধনের অডিশন নেওয়ার কথা। কান উৎসব থেকে ফেরার পর বাংলাদেশে ‘খুফিয়া’র একটি টিম তাঁর অডিশন নেয়। এরপর লুক টেস্টের জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে যান বাঁধন। সেখানে সাত দিন ছিলেন। মূল শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে। তখন নির্মাতা বিশাল ভরদ্বাজ বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘বাংলাদেশের এই অসাধারণ অভিনেত্রীকে পেয়ে আমি খুবই আনন্দিত।’ জানা গেছে, এ বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’।

আজমেরী হক বাঁধন সম্পর্কিত আরও পড়ুন: 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ