গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে দুজনকে কারা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এ সময় উপজেলার রামগোপালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেন আদালত। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বলুহা গ্রামের শফিকুল ইসলাম রুবেল (৩৪) ও রামগোপালপুর গ্রামের রফিক (৫১)। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, প্রথম জনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যজনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।