Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুবির ২২ শিক্ষক

খুবি প্রতিনিধি

বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুবির ২২ শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে ২০২১-২২ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাঁচটি ডিসিপ্লিনের (বিভাগ) ২২ জন শিক্ষক। মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে গতকাল এ তথ্য জানা গেছে। এ বছর ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

মনোনীত শিক্ষকেরা তাদের প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানা যায়। খুবি থেকে মনোনীত শিক্ষকদের মধ্যে রয়েছেন পরিবেশ বিজ্ঞান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুজিবর রহমান, অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও অধ্যাপক মো. আজহারুল ইসলাম।

মনোনীত অন্য শিক্ষকদের মধ্যে রয়েছেন জীববিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহমেদ, অধ্যাপক ড. মো. মাতিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক জয়ন্তী রায়, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, অধ্যাপক মোছা. সাবিহা সুলতানা, সহযোগী অধ্যাপক ড. শিমুল দাস ও সহকারী অধ্যাপক ছোয়া মন্ডল।

জীববিজ্ঞান ক্যাটাগরিতে আরও রয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন থেকে অধ্যাপক ড. শেখ জুলফিকার হোসাইন ও অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম। একই ক্যাটাগরিতে ফিসারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন থেকে রয়েছেন অধ্যাপক মমতাজ খানম, সহকারী অধ্যাপক মো. শাহিন পারভেজ, অধ্যাপক ড. মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সুদীপ দেবনাথ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ ও অধ্যাপক ওয়াসিম সাব্বির।

প্রকৌশল ও ফলিতবিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের (ইউআরপি) অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ