Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সামনে পূজা, ব্যস্ত মৃৎশিল্পী

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সামনে পূজা, ব্যস্ত মৃৎশিল্পী

নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুল জানান দেয় শরৎ বিরাজমান। জানান দেয় শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সেনপাড়া এলাকায় মৃৎশিল্পী অসিত আচার্য ও তাঁর অনার্স শেষ বর্ষে পড়ুয়া ছেলে অনয় আচার্য নিজ বাড়িতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

বছর ঘুরে দুর্গাপূজা আসলেই অনয় আচার্য ১০–১৫টি প্রতিমা তৈরির কাজ করে থাকেন। প্রতিবছরের মতো এ বছরেও মৃৎশিল্পী অসিত আচার্যের ছেলে অনয় আচার্য নিজ বাড়িতে ১২টি প্রতিমা তৈরি করেছেন।

সেই সঙ্গে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতিটি এলাকায় প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। পরিবারের সদস্যরা ছাড়াও বাড়তি আরও ৪–৫ জন শ্রমিক নিয়ে রাতদিন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। যেন দম ফেলার ফুসরত নেই বানিয়াচংয়ের সেনপাড়া এলাকার মৃৎশিল্পীদের।

দুর্গা উৎসব আসলে মৃৎশিল্পীদের কদর বাড়ে। অন্য সময় তারা কৃষিকাজসহ বিভিন্ন পেশায় কাজকর্ম করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন।

বানিয়াচংয়ের মৃৎশিল্পী অনয় আচার্য বলেন, ‘আমার বাবা অসিত আচার্য বানিয়াচংয়ের একজন নামকরা মৃৎশিল্পী। বাপ-দাদার পেশাই আঁকড়ে ধরে আছি। আমাদের মতো মৃৎশিল্পীদের কেউ খোঁজখবর রাখে না। প্রতিবছর দুর্গোৎসব আসলেই কদর বাড়ে আমাদের। তখন ব্যস্ততাও বেড়ে যায়।’

দেবী দুর্গাকে বরণ করে নিতে বানিয়াচংয়ের বিভিন্ন পূজামণ্ডপে লেগেছে উৎসবের আমেজ। কোথাও চলছে মাটির কাজ, আবার কোথাও প্রতিমাকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ ধর্মীয় উৎসব সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সজাগ দৃষ্টি রাখবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ