Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চলচ্চিত্রের চলমান সংকট নিয়ে আলোচনায় ১৯ সংগঠন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চলচ্চিত্রের চলমান সংকট নিয়ে আলোচনায় ১৯ সংগঠন

চলচ্চিত্রের চলমান বিভিন্ন সংকট নিয়ে বৈঠক করেছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। গতকাল বুধবার বিকেলে এফডিসিতে এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতারা। আলোচনার বিষয় ছিল হিন্দি সিনেমা আমদানির অনুমতি, স্টার সিনেপ্লেক্সে দেশীয় সিনেমার বণ্টনপ্রক্রিয়া, ঈদে সিনেমা মুক্তির প্রক্রিয়া ইত্যাদি। সভায় শিল্পী সমিতির নির্বাচনের ফলের বিরুদ্ধে নিপুণের করা আপিলের বিষয়টিও আলোচিত হয়।  

সভা শেষে ১৯ সংগঠনের পক্ষ থেকে প্রযোজক ইকবাল বলেন, ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলিউডের একটি সিনেমা (মিস্টার অ্যান্ড মিসেস মাহি) আমদানির যে আবেদন করা হয়েছিল, তা অনুমোদন দেওয়া হয়নি। গত মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল এই প্রতিষ্ঠানকে সিনেমা আমদানির অনুমতি দেওয়া হবে না। তবে অন্য কোনো প্রতিষ্ঠান আবেদন করলে বিষয়টি বিবেচনা করবে সংগঠন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সে দেশীয় সিনেমার বণ্টন নিয়ে যে বৈষম্য আছে, তা নিয়ে কথা বলার জন্য প্রযোজকদের নিয়ে আলাদা সভা ডাকা হবে।’

ঈদের সিনেমা নিয়ে ইকবাল বলেন, ‘গতবারের মতো এবারের ঈদে যেন ১০-১২টি সিনেমা মুক্তি না পায়, সে বিষয়ে চেষ্টা চলছে। প্রযোজকদের সঙ্গে আলোচনা করা হবে, যাতে ৪-৫টির বেশি সিনেমা মুক্তি না দেওয়া হয়।’

নিপুণ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘সমিতির নেতাদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় নিপুণের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। আলোচনায় বসার জন্য নিপুণ ও শিল্পী সমিতিকে চিঠি দেওয়া হবে। দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে। তবে, নির্বাচনের বিষয়ে আমাদের কিছু বলার নেই। এটি এখন আদালতের বিষয়। আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে।’

এফডিসিতে নিপুণের বিরুদ্ধে মিছিল 
গত সোমবার নিপুণ আক্তারের করা রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করাসহ অনিয়মের অভিযোগ তদন্ত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তাই ১৯ সংগঠনের সভা চলাকালীন সমিতির সদস্যরা এফডিসিতে নিপুণের বিরুদ্ধে মিছিল করেছেন। নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে বানানো হয় ব্যানার। সেই ব্যানারে লেখা ছিল, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ ব্যানারে আয়োজক হিসেবে লেখা ছিল ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যবৃন্দ’।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি